মেসিপত্নীর অজানা তথ্য
বিশ্ব ফুটবলের বরপুত্র আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। নিজ দেশসহ গোটা দুনিয়ায় ফুটবলের এই প্রিয় মুখ দখল করে আছেন কোটি কোটি ভক্তদের হৃদয়। মেসির প্রতি ভক্তদের যেমন রয়েছে অজস্র ভালোবাসা, তেমনি রয়েছে তার প্রিয়তমা স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর প্রতিও ভক্তদের গভীর আগ্রহ।
আর্জেন্টিনায় অবস্থিত জাতীয় রোসারিও বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করা আন্তোনেল্লা পেশায় একজন মডেল। তবে জনসম্মুখে তাকে খুব একটা দেখা মেলে না। তিনি নিজেকে স্পটলাইট থেকে দূরে রাখতেই নাকি বেশি পছন্দ করেন।
ক্যালিফোর্নিয়াভিত্তিক ওয়েবসাইট ‘ফেমাস বার্থডে’-এর তথ্য অনুযায়ী, আন্তোনেল্লার বয়স যখন ৫ বছর, তখন থেকেই তিনি লিওনেল মেসিকে চিনতেন।
আর্জেন্টিনার রোসারিও শহরেই কেটেছিল দুজনের শৈশব। অবশ্য তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে ২০০৮ সালে। দীর্ঘ নয় বছর প্রেমের পর ২০১৭ সালে প্রেমিকা আন্তোনেল্লাকে বিয়ে করেন মেসি।
বর্তমানে মেসিপত্নীর বয়স এখন ৩১ বছর। মেসি ও আন্তোনেল্লার দাম্পত্য জীবনে রয়েছে ৩ পুত্রসন্তান। বড় ছেলে থিয়াগো মেসির বয়স ৫ বছর, দ্বিতীয় ছেলে মাতেও মেসির বয়স ২ ও ছোট ছেলে সিরো মেসির বয়স মাত্র ৩ মাস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন