মেসির সাবেক সতীর্থ বলছেন, ‘রোনালদোর কাছে যাওয়া বেশি সহজ’
বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতা হয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থুর মেলোর। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসি ও এরপর ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছেন মেলো।
দুজনের সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে মেলোর মূল্যায়ন, সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে মেসির চেয়ে বেশি কথা বলেন রোনালদো। এমনকি রোনালদোর কাছে যেকোন বিষয় নিয়ে যাওয়া যায় খুব সহজেই। নিজের সাধ্যমত চেষ্টা করতে কোনও কমতি রাখেন না এ পর্তুগিজ সুপারস্টার।
চলতি মৌসুমেই বার্সেলোনা ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন মেলো। রোনালদোর বর্তমান দলের হয়ে এখনও পর্যন্ত খেলেছেন ১১টি ম্যাচ। তবে এরই মধ্যে নতুন ক্লাবে তার কেটে গেছে ছয় মাস সময়। এ সময়ের মধ্যেই রোনালদো ও মেসির মধ্যে তুলনামূলক পার্থক্যটা ধরতে পেরেছেন ২৪ বছর বয়সী এ মিডফিল্ডার।
স্প্যানিশ দৈনিক এএসকে মেলো বলেছেন, ‘সবকিছু ছাপিয়ে তারা দুজন (মেসি-রোনালদো) চ্যাম্পিয়ন খেলোয়াড়। মেসি এবং রোনালদো এ বিষয়ে প্রায় একই। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত মনোযোগী থাকে। তারা যদি তিন গোল করে ফেলে, তবু সঙ্গে সঙ্গে চতুর্থটির কথা ভাবতে থাকে।’
এসময় মেসির সঙ্গে রোনালদোর তুলনার বিষয়টি উল্লেখ করে মেলো আরও বলেন, ‘মেসির সঙ্গে তুলনামূলক চিন্তা করলে, রোনালদো আরও বেশি কথা বলে এবং তার কাছে যাওয়া বেশি সহজ। কোনও সতীর্থর যদি তাকে প্রয়োজন হয়, সে কখনও মানা করে না। সবাইকে অনুপ্রাণিত করে সবসময়।’
রোনালদোর কঠোর পরিশ্রমের গল্প সবার জানা। তার সম্পর্কে বলতে গিয়ে যেকেউই তুলে ধরেন এ বিষয়টি। বাদ যাননি মেলোও, ‘রোনালদো অবিশ্বাস্য মাত্রায় অনুশীলন করে। বিশ্রাম বলতে কিছু তার মগজে নেই। সে সবসময় আপনাকে সেরাটা দেয়ার জন্য অনুপ্রাণিত করে। সুযোগের মধ্যে থাকা কিছু সে হাতছাড়া করে না।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন