মেসি-রোনাল্ডোর কাতারে যেতে সালাহকে যা করতে হবে
বর্তমান বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মোহাম্মদ সালাহকেও তাদের কাতারে ফেলা হয়। তবে এ নিয়ে ভিন্নমত পোষণ করলেন লিভারপুল মিডফিল্ডার গিনি উইজনালডুম। তার মতে, মেসি-রোনাল্ডোর কাতারে যেতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে সালাহকে। করতে হবে অনেক হ্যাটট্রিক।
লিভারপুলের হয়ে গেল মৌসুমটা দুর্দান্ত কেটেছে মিসরীয় কিং সালাহর। সব মিলিয়ে এক হ্যাটট্রিকসহ করেছিলেন ৪৪ গোল। তবে চলতি মৌসুমে তার পায়ে সেই ঝলকটা নেই। সবশেষ ছয় ম্যাচে করেছেন মাত্র এক গোল।
তবুও হতাশ নন সতীর্থ গিনি, দলকে দেয়ার মতো সালাহর সব ধরনের সক্ষমতা আছে। সাময়িক হয়তো গোলখরা চলছে। তবে অচিরেই সেটি কেটে যাবে। আমি তাকে বলেছি, এবার কয়েকটি হ্যাটট্রিক করতে হবে। গেলবার ছিল মাত্র একটি।
নেপথ্যে ডাচ ফুটবলারের যুক্তি, অনেকে সালাহকে মেসি-রোনাল্ডোর কাতারে ফেলেন। কিন্তু না! সে এখনো তাদের পর্যায়ে যেতে পারেনি। দুই সুপারস্টারের সারিতে যেতে হলে তাকে আরো হ্যাটট্রিক করতে হবে। কারণ, ইতিমধ্যে অনেক হ্যাটট্রিক করে ফেলেছেন আর্জেন্টাইন ও পর্তুগিজ ফরোয়ার্ড।
বুধবার রাতে নেপলসে নাপোলির মুখোমুখি হবে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগে ভালোভাবে টিকে থাকতে হলে অলরেডদের জন্য এ ম্যাচ জেতা খুবই জরুরি। অতিথিদের দূর্গে সেজন্য সালাহর সেরাটা দরকার।
২৭ বছর বয়সী ফুটবলারের আশা, ঠিক সময়েই জ্বলে উঠবে মো.। এখন পর্যন্ত তার পারফরম্যান্স একেবারে মন্দ নয়। দলের প্রত্যেকটি জয়ে ওর অবদান আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন