মেসি-সুয়ারেজের গোলে বার্সার রোমাঞ্চকর জয়
২ গোলে পিছিয়ে পড়ে ফের রিয়াল সোসিয়েদাদের কাছে হোঁচট খাওয়ার শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়েছেন স্প্যানিশ জায়ান্টরা। লা লিগার ম্যাচটি ৪-২ গোলে জিতেছেন তারা।
রোববার আনোয়েতায় আতিথ্য নেয় বার্সেলোনা। গত প্রায় এক যুগে এখানে বারবারই হোঁচট খেয়েছে বার্সা। এ ম্যাচের প্রথমে হয়তো সেই শঙ্কার ভূতই চেপে বসেছিল তাদের মাথায়। শুরুতে বেশ অগোছালো ফুটবল খেলতে দেখা গেছে অতিথিদের। এর ফায়দা লুটতে মোটেও ভুল করেননি স্বাগতিকরা। ১১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন উইলিয়ান জোসে।
এগিয়ে গিয়ে বেশ আত্মবিশ্বাসী খেলা খেলে রিয়াল সোসিয়েদাদ। ২৮ মিনিটে ফের বার্সার জালে বল পাঠান জোসে। তবে তা বাতিল করে দেন রেফারি। ৩৪ মিনিটে আর দলকে দ্বিতীয় গোল খাওয়া থেকে রক্ষা করতে পারেননি মার্ক আন্দ্রে টের স্টেগেন। এ সময় গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন হুয়ানমি।
পিছিয়ে পড়ে আক্রমণাত্মক খেলার দিকে ঝুঁকে বার্সা। সাফল্যও হাতেনাতে ধরা দেয়। ৩৯ মিনিটে গোল করে ব্যবধান কমান পাওলিনহো। এতে ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধারা ঠিক রাখে বার্সা। ফলে সমতায় ফিরতেও সময় লাগেনি। ৫০ মিনিটে দলকে সমতায় ফেরান লুইস সুয়ারেজ। সমতায় ফিরে নিজেদের চেহারায় দেখা যায় কাতালানদের। তাই এগিয়ে যেতেও কষ্ট হয়নি। ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন এ উরুগুইয়ান ফরোয়ার্ড। এবারের লিগে এটি তার ১৩তম গোল।
আর পেছনে ফিরে তাকাতে হয়নি বার্সাকে। ৮৫ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান ৪-২ করেন লিওনেল মেসি। এ নিয়ে এবারের লা লিগায় সর্বোচ্চ ১৭ গোল করলেন আর্জেন্টাইন যুবরাজ। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নেস্টো ভালভার্দের দল।
এ জয়ে বার্সেলোনার পয়েন্ট বেড়ে দাঁড়াল ৫১। এতে শিরোপার দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বাড়ল ১৯। ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে লস ব্লাঙ্কোজরা। ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া।
তথ্যসূত্র : বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন