মেহেরপুরে শেখ রাসেল দিবস পালিত
মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিনে “শেখ রাসেল দিবস” পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার সময় পাবলিক লাইব্রেরি চত্বর থেকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ জওয়াহেরুল আলম সিদ্দিকী, পুলিশ সুপার রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্যসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন