মেয়েকে এপিএস বানালেন প্রতিমন্ত্রী কেরামত আলী
নিজের মেয়েকে সহকারী একান্ত সচিব (এপিএস) বানালেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
কেরামত আলীর ইচ্ছা অনুযায়ী তার কন্যা কানিজ ফাতেমা চৈতিকে এপিএস হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
কেরামত আলী যতদিন প্রতিমন্ত্রীর পদে থাকবেন বা কানিজ ফাতেমাকে এপিএস পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়।
ইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নেয়া কানিজ ফাতেমা এর আগে জেট এয়ারওয়েজে সেলস এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন