মেয়ের মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/06/newland-20180621150513.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
৩৭ বছর বয়সী এই প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পৌনে ৫টায় তার মেয়ে জন্ম নিয়েছে।
জাসিন্ডা ও তার সঙ্গী ক্লার্ক গেফোর্ডের প্রথম সন্তান এটি।
জাসিন্ডা তার পোস্টে লিখেছেন, যারা শুভকামনা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা ভালো আছি। অকল্যান্ড সিটি হসপিটালের অসাধারণ টিমটাকে ধন্যবাদ।
অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, আধুনিক বিশ্বে জাসিন্ডা দ্বিতীয় রাজনৈতিক নেতা যিনি প্রধানমন্ত্রীর পদে থাকা অবস্থাতেই সন্তানের মা হলেন। এর আগে ১৯৯০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো মেয়ের মা হয়েছিলেন।
জাসিন্ডা ছয় সপ্তাহের ছুটি নেয়ার পরিকল্পনা করছেন। তার অনুপস্থিতিতে সবকিছু দেখভালের দায়িত্ব নিয়েছেন নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স।
সূত্র : এবিসি নিউজ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন