মে মাসেই হতে যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন
আগামী মে মাসেই হতে যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন। সভায় উপস্থিত একটি সূত্র এমন দাবি করেছে।
সূত্র জানিয়েছে, মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ছাত্রলীগের সম্মেলন করতে বলেছেন আওয়ামী লীগ প্রধান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে ৩১ মার্চ কাউন্সিল করার নির্দেশনা দিয়েছিলেন। যদিও তারই নির্দেশনায় গত ৮ মার্চ তা স্থগিত করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম এই জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। প্রথম দিকে তারিখ ঘোষণার পর পরই শীর্ষ পদ দুটির একটি নিজেদের দখলে আনতে সিনিয়রদের কাছে ধর্ণা দেন অনেকে। এছাড়া সম্মেলনের কারণে নড়ে চড়ে বসেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারাও।
নির্বাচনের আগেই বাংলাদেশের বৃহৎ এ ছাত্রসংগঠনের নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে কী না তা নিয়েও চলছে নানা আলোচনা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন