মোটিভেট কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর নবীন বরণ, পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন মোটিভেট ভূরুঙ্গামারীর নবীন বরণ, পুরষ্কার বিতরণ, দ্বায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় এবং একই সাথে মেধা যাচাই পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
স্মারক প্রদান শেষে নতুন কমিটির সভাপতি আশরাফুল আলম সাইফি ও সাধারণ সম্পাদক তাসনীম হাসানের কাছে দ্বায়িত্ব হস্তান্তর করেন পূর্ববর্তী কমিটির সভাপতি নাহিদ হাসান প্রিন্স ও সাধারণ সম্পাদক লাবিব শাহরিয়ার সিয়াম। আনুষ্ঠানিকতা শেষে সকলে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
নবীন বরণ, পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মোটিভেট ভূরুঙ্গামারীর ৪র্থ কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম সাইফী।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস,
মোটিভেট ভূরুঙ্গামারীর উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ফকরুজ্জামান জেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোঃ শাহিনুর ইসলাম শিপন ও জাতিসংঘের কর্মকর্তা (সুদানে কর্মরত) মেজবানুর রহমান লিমন। এছাড়াও
উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন