মোদিকে হিন্দি ভাষায় স্বাগত জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী
তিন দিনের সফরে মঙ্গলবার বিকালে ইসরায়েল পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথম ইসরায়েল সফর করছেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। তেল আবিবের বেন গারিয়ন বিমান বন্দরে তাকে আলিঙ্গন করে হিন্দি ভাষায় স্বাগত জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এ সময় তিনি বলেন, গত ৭০ বছর ধরে ইসরায়েল ভারতের প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছে। দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব বোঝাতে নেতানিয়াহু এক নতুন শব্দবন্ধ ব্যবহার করেন। ‘আই স্কোয়্যার্ড টি স্কোয়্যার্ড। ‘ যার অর্থ ভারতীয় জ্ঞান এবং ইজরায়েলি প্রযুক্তি।
নেতানিয়াহুর এমন উষ্ণ অভ্যর্থনায় আবেগে আপ্লুত হয়ে মোদি তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম ইসরায়েলে আসতে পেরে তিনি গর্বিত। ইসরায়েলের মানুষ গণতান্ত্রিক আদর্শে ভিত্তি করে তাদের দেশকে গড়েছেন। চ্যালেঞ্জকে সুযোগে বদলেছেন। ইসরায়েলের এই সাফল্যের প্রশংসা করেন মোদি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন