মোদির আলিঙ্গনে ‘অস্বস্তিতে’ ট্রাম্প!
রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে ব্যতিক্রমী করমর্দন করে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্টাম্প। তবে এবার আলিঙ্গন করে খোদ ট্রাম্পকে ‘অস্বস্তিতে’ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিপাক্ষিক বৈঠক শেষে হোয়াইট হাউসে রোজ গার্ডেনের লনে যৌথ বিবৃতির জন্য প্রস্তুত ট্রাম্প ও সফররত মোদি। অপেক্ষায় সংবাদমাধ্যম।
তবে বিবৃতি দিতে মাইকের দিকে উঠে যাওয়ার আগে প্রথমে ট্রাম্পের দিকে এগিয়ে গেলেন মোদি। তাকে আচমকাই জড়িয়ে ধরেন তিনি। ট্রাম্পের চোখেমুখে তখন দৃশ্যত অস্বস্তির ছাপ। যদিও তা কাটিয়ে উঠে মোদির পিঠচাপড়ে দেন তিনি। এর পরে ছিল করমর্দনের পালা।
একবার নয়, সোমবার গোটা দিনে ট্রাম্পকে তিন-তিনবার আলিঙ্গন করেন মোদি। আর সবটাই সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে। মোদির ওই আলিঙ্গন ট্রাম্পের কাছে যে রীতিমতো অস্বস্তির ঠেকেছে, সেই দাবি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সরগরম।
গত ফেব্রুয়ারিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে প্রায় ১৯ সেকেন্ড করমর্দনের পর আলিঙ্গন করে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেন ট্রাম্প। পরে তিনি অবশ্য সেই দীর্ঘ করমর্দন নিয়ে যুক্তিও দিয়েছিলেন। তার দাবি ছিল, ‘আমাদের মধ্যে অত্যন্ত গভীর রসায়ন রয়েছে।’
শুধুমাত্র শিনজো আবে-ই নন, গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে হাত ধরে হেটে মিডিয়া সরগরম করে তুলেছিলেন ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও করমর্দনকাণ্ড ঘটিয়েছিলেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন