মোদি–ইউনূস বৈঠক আয়োজনের অনুরোধ বিবেচনাধীন: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়েছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের অনুরোধ বিবেচনাধীন রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২২ মার্চ) ভারতের নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে জয়শঙ্কর এ তথ্য দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু বলছে, ভারতের পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটি ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এ বছরের প্রথম ওই বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়টি উত্থাপন করেন। তারা জানতে চান, এ বিষয়ে ভারত কী পদক্ষেপ নিচ্ছে।

এর জবাবে জয়শঙ্কর সংসদীয় প্যানেলকে জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করেছে, হামলাগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্কর দেশটির সংসদ সদস্যদের কাছে বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও বক্তব্য তুলে ধরেছেন। তিনি জানান, পরবর্তী সময়ে কোনো একদিন পাকিস্তান ও চীন বিষয়ে পৃথকভাবে কথা বলবেন তিনি।

বৈঠকে জয়শঙ্কর বলেন, পাকিস্তানের নীতির কারণে সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে, তাই ভারত এখন বিমসটেককে (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন যে আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দিতে পারেন। তবে বৈঠকে তিনি এ বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দেননি।

এ ছাড়া, আগামী মাসে মোদির শ্রীলঙ্কা সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন জয়শঙ্কর। তিনি জানান, বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বৈঠক হবে কি না, তা এখনো ‘বিবেচনাধীন’ রয়েছে।