মোদি-সুষমার সঙ্গে সাক্ষাৎ করবে আ’লীগ প্রতিনিধি দল

শিগগিরই আওয়ামী লীগের ২২ সদস্যের একটি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে ভারত যাবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলার তার সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। খবর: বাসস।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আওয়ামী লীগ প্রতিনিধিদলের দিল্লি সফরের তারিখ নির্ধারিত হবে।’

তিনি জানান, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে এই সফর হচ্ছে। দল ও সরকার উভয় তরফে এটি হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রতিনিধি দলটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, বিজেপি সভাপতি অমিত শাহ ও ভারত সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবে।

আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বক্তৃতা-বিবৃতিতে বলে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জোটের নেতারা। ওই নির্বাচনের আগেই ভারত সফরে যাচ্ছে ক্ষমতাসীন দলের প্রতিনিধি দলটি।