মোদি-সুষমার সঙ্গে সাক্ষাৎ করবে আ’লীগ প্রতিনিধি দল
শিগগিরই আওয়ামী লীগের ২২ সদস্যের একটি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে ভারত যাবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলার তার সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। খবর: বাসস।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আওয়ামী লীগ প্রতিনিধিদলের দিল্লি সফরের তারিখ নির্ধারিত হবে।’
তিনি জানান, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে এই সফর হচ্ছে। দল ও সরকার উভয় তরফে এটি হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রতিনিধি দলটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, বিজেপি সভাপতি অমিত শাহ ও ভারত সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবে।
আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বক্তৃতা-বিবৃতিতে বলে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জোটের নেতারা। ওই নির্বাচনের আগেই ভারত সফরে যাচ্ছে ক্ষমতাসীন দলের প্রতিনিধি দলটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন