মোনাজাতে অংশ নিতে তুরাগপানে মুসল্লিদের ঢল
মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা। বেলা ১০টা থেকে ১১টার মধ্যে এই মোনাজাত হবে বলে জানিয়েছেন ইজতেমার মুরব্বিরা।শেষপর্বের মোনাজাতে অংশ নিতে তুরাগতীরে লাখো মানুষের ঢল নেমেছে। বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা ইজতেমা প্রাঙ্গণে ভোর থেকে শীত উপেক্ষা করে জমায়েত হচ্ছেন।ইজতেমা ময়দান পূর্ণ হয়ে মুসল্লিরা সড়কে অবস্থান নিয়েছেন। মোনাজাত ঘিরে টঙ্গী এলাকায় স্কুল ও কলকারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রথম পর্বের মতো শেষ পর্বের মোনাজাতও পরিচালনা করবেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মোহাম্মদ যুবায়ের।
ইতোমধ্যে বাদ ফজর থেকে কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মতিন হেদায়াতি বয়ান দিচ্ছেন। এই বয়ানের পরপরই শুরু হবে মোনাজাত।
মুসল্লিদের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য গাজীপুর ভোগড়া বাইপাস থেকে টঙ্গী পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।
গত শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয় বিশ্ব ইজতেমার শেষপর্ব। ওইদিন হেদায়েতি বক্তব্য দেন তাবলিগ জামাতের মুরব্বিরা। দ্বিতীয় পূর্বের বিশ্ব ইজতেমায় ঢাকাসহ ১৩ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন।
মুসল্লিদের চাপ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। গত ১২ জানুয়ারি হয় প্রথম পর্বের মোনাজাত।
ইজতেমা সফল করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে সাত স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন