মোবাইলেও দেখা যাবে কাতার বিশ্বকাপের খেলা
টেলিভিশনের পাশাপাশি এবার মোবাইল ফোনেও দেখা যাবে ২০২২ সালের ফিফা বিশ্বকাপের খেলা।
কাতার বিশ্বকাপ দেখানোর টেলিভিশন স্বত্ব কিনেছে রিলায়েন্স গ্রুপ। খেলা দেখা যাবে ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে। এর পাশাপাশি ‘জিয়ো সিনেমা’-তেও দেখা যাবে বিশ্বকাপ। অর্থাৎ মোবাইল অ্যাপেই এবার কাতার বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।
এদিকে স্পোর্টস ১৮ জানিয়েছে, জিয়ো পরিষেবা নেই এমন মোবাইলেও জিয়ো সিনেমা অ্যাপ ইনস্টল করা যাবে। সব টেলিকম পরিষেবার গ্রাহকরা জিয়ো সিনেমা অ্যাপ শিগগিরই আইওএস ও অ্যানড্রয়েড ফোনে ডাউনলোড করতে পারবেন। সব খেলাই দর্শকরা ৪কে রেজলুশনে উপভোগ করতে পারবে।
২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপ দেখার সুবিধা পাবেন তারা। উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
খেলা দেখার পাশাপাশি জিয়ো সিনেমাতে ইংরেজি, হিন্দি, তামিল, মালয়ালম ও বাংলা ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন দর্শকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন