মোবাইল ফোন নিষিদ্ধ ছিল মেসির বিয়েতে
লিওনেল মেসি-আন্তোনেল্লা রোকুজ্জো পরস্পরকে ২৫ বছরে ধরে জানেন। তাদের বিয়ের জন্য উন্মুখ হয়েছিল গোটা ফুটবল বিশ্ব। গতকাল শুক্রবার আর্জেন্টিনার রোজারিও শহরে অবশেষে সেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
মেসির বিয়েতে মোবাইল ফোনের ব্যবহার ছিল নিষিদ্ধ। মেসি-আন্তোনেল্লা দু’জনে মিলেই এ সিদ্ধান্ত নেন। বিলাসবহুল সেই বিয়েতে পুরোপুরি গোপনীয়তা বজায় রাখা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের সার্বক্ষণিক নজর ছিল সেদিকে।
মেসির বিয়েতে আমন্ত্রিত ২৬০ অতিথির নিরাপত্তা নিশ্চিতে হাজির ছিলেন ৪৫০ পুলিশ কর্মকর্তা। সূত্র : ডেইলি মেইল
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন