মোমেনের সঙ্গে বৈঠকের পর টুইটারে যা লিখলেন ব্লিংকেন
যুক্তরাষ্ট্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। ওয়াশিংটনে আয়োজিত বৈঠকে অনুষ্ঠানের দুটি ছবি পোস্ট করে একটি টুইট করেছেন অ্যান্টনি ব্লিংকেন।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্র দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু, শান্তিরক্ষা এবং শরণার্থী সমস্যা বিষয়ে আমাদের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে পররাষ্ট্র দফতরে স্বাগত জানিয়েছি।
আমরা এ বছর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে ৫০ বছর পূর্তি উদযাপন করছি এবং সামনের দিনগুলোতেও আমরা একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন