মোসাদ এজেন্টের সঙ্গে বৈঠক : মুক্তিতে বাধা নেই আসলামের
সরকার উৎখাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি সাফাদির সঙ্গে ষড়যন্ত্রমূলক বৈঠকের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
আদালতে আজ আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আপিল বিভাগের রায়ের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, আসলাম চৌধুরীর মুক্তিতে আর কোনো বাধা নেই।
আসলাম চৌধুরীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে গত ২৬ মে রায়ের জন্য ২৮ মে দিন ধার্য করেছিলেন আদালত।
এর আগে গত ১৮ মে আসলাম চৌধুরীকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যের সঙ্গে ভারতে আসলাম চৌধুরী বৈঠক করেছেন- এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর ২০১৬ সালের ১৫ মে আসলাম চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে ২৫ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় অবৈধভাবে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন