মোস্তাফিজের উড়ন্ত ক্যাচে ফিরলেন জেসন রয়

কেনিংটন ওভালে ৩০০ প্লাস স্কোর হয়েছে মোট ১৪ বার। এর মধ্যে ৭বারই এই মাইলফলক স্পর্শ করেছে ইংল্যান্ড। সেই মাঠে এবার ৩০০ প্লাস স্কোর করেছে বালাদেশ। ৩০৬ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ডকে।

এতবড় স্কোর গড়ার পরও জিতবে তো বাংলাদেশ এমন শঙ্কায় যারা ভুগতে শুরু করেছেন, তাদেরকে আশ্বস্ত করতে শুরু করেছেন মাশরাফি বিন মর্তুজা এবং মোস্তাফিজুর রহমান। একজন করলেন বল, আরেকজন ধরলেন দুর্দান্ত ক্যাচ। সেই ক্যাচেই ফিরে গেলেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়।

ইনিংসে তৃতীয় ওভারে বল করছিলেন মাশরাফি বিন মর্তুজা। ওভারের তৃতীয় বলেই বোলার মাশরাফিকে স্কুপ করতে চেয়েছিলেন জেসন রয়। কিন্তু শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা মোস্তাফিজের মাথার ওপর দিয়ে উড়ে বেরিয়ে যেতে থাকা বলতে লাফ দিয়ে তালুবন্দী করে ফেললেন মোস্তাফিজ। তার উড়ন্ত ক্যাচে ফিরে গেলেন জেসন রয়।

৮ বল খেলে মাত্র ১ রান করে আউট হলেন রয়। এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ৩.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১২ রান। জয়ের জন্য এখনও তাদের প্রয়োজন ২৯৪ রান। উইকেটে রয়েছেন জো রুট ৬ এবং আলেক্স হেলস করেন ৬ রান।