মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতির ওপর হামলার অভিযোগ
ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানা ছাত্রলীগের চলতি কমিটির সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান আসাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে মোহাম্মদপুর সলিমুল্লাহ সড়কের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফ ইকবালের অফিসের ভেতরে এ হামলা চালানো হয়। পরে গুরুতর আহতাবস্থায় আসাদকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আসাদের ঠোঁটে, মাথায় ৬টি জখম হয়েছে।
হামলায় আহত আসাদ বলেন, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রাসেলের নেতৃত্বে ৪/৫ জন রড, লাঠিসোটা নিয়ে অতর্কিত এ হামলা চালিয়েছে। আসাদের দাবি, হামলাকারী রাসেল ছাত্রদল করতেন।
তিনি বলেন, আগের কমিটিতে আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, কিন্তু ওই কমিটিতে রাসেলের কোনো পদই ছিল না। নতুন কমিটি হবার পর ছাত্রদল করার ডকুমেন্টসহ কেন্দ্রীয় ছাত্রলীগকে কেউ এ ব্ষিয়ে অভিযোগ করে। রাসেল বিষয়টি জানার পর আমাকে সন্দেহ করে ক্ষিপ্ত হয়। এরপরই এ হামলার ঘটনা।
হামলার বিষয়টি মোহাম্মদপুর থানাকে অবহিত করা হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি জানান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত মোহাম্মদপুর থানা ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রাসেল ব্যস্ত আছেন, পরে কথা বলবেন বলে জানান।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, বিষয়টি আমরা অবহিত হয়েছি। হামলার শিকার ব্যক্তি এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন