মৌলভীবাজারের কমলগঞ্জে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানে তেল, চিনি,ছোলাসহ সব ধরনের নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে খুচরা ও পাইকারি ব্যবসায়ী,আমদানিকারক এবং বাজার কমিটিগুলোকে আহ্বান জানিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ, বাজার পরিস্থিতি ও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার লক্ষে জনপ্রতিনিধি সংশ্লিষ্ট বাজার কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র সংগঠন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর।

এ সময় তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে এরই মধ্যে উপজেলা প্রশাসন কিছু পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে ভোক্তা এবং ব্যবসায়ীদেরও দায়িত্বশীল হতে হবে। ভোক্তাদের যেমন প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা থেকে বিরত থাকতে হবে, ব্যবসায়ীদেরও অতি মুনাফা করা থেকে বিরত থাকতে হবে।

কোনো ব্যবসায়ী যেন ভোক্তাদের কাছ থেকে পণ্যের অযৌক্তিক দাম আদায় করতে না পারে, দোকানে মূল্য তালিকার বোর্ড ব্যবহার বাধ্যতামূলক করতে বাজার কমিটিগুলোকে তৎপর থাকার আহ্বান জানান তিনি।

এসব বিষয়ে সাধারণ ব্যবসায়ীদের সচেতন করতে বাজার কমিটিগুলো উদ্যোগ গ্রহণ করতে হবে। কোনো পণ্যের সরবরাহ বিঘ্নিত হলে আমাদের জানান, আমরা সহযোগিতা করবো। কোনো বাজারে অযৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রি যেন না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিম এম সাদিক আল শাফিনএর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান,মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার,জেলা জাতীয়তাবাদী বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিক্ষক দুরুদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম।

সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, ইউপি সদস্য মোতাহের আলী,ভানুগাছ বাজার বণিক কল্যান সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, আদমপুর বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা, মাধবপুর বাজার ব্যবসায়ী কমিটির সম্পাদক আকলাকুজ্জামান খলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি ইমাজ উদ্দিন, সামায়েল রহমান, জাকারিয়া আহমেদ, ছাত্র আন্দোলন কমলগঞ্জ উপজেলার প্রতিনিধি ভূইয়া রাজন রাজা, মুস্তাকিম, নাজমিন বেগম প্রমূখ।

বক্তারা বলেন, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে দ্রব্যমূল্য মাহে রমজানকে কেন্দ্র করে দাম যেন নতুন করে না বাড়ে। বর্তমান বাজার গুলোতে লক্ষ্য করা গেছে ভোজ্যতেলের কৃত্রিমসংকট তৈরী করা হয়েছে, ১,২,৩ ও ৫ লিটারের ভোজ্যতেল বাজার থেকে প্রায় অদৃশ্য হয়ে গেছে। এবং যা পাওয়া যাচ্ছে তাও গায়ের দরের থেকে অনেক বেশী দামে কিনতে হচ্ছে খুচরা ব্যাবসায়ী ও ক্রেতাদের। এই সংকট তৈরীর পেছনে কাদের হাত রয়েছে তাদের কে চিহ্নিত করতে হবে।

এছাড়াও বাজারে অন্যান্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে।রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্য যেমন ছোঁলা,ডাল, চিনি, সেমাই, খেজুর, তরি -তরকারীসহ ব্রয়লার মুরগি, গরুর মাংস এবং ডিমের দাম যেন অস্বাভাবিক বেড়ে না যায় তা মনিটরিং করতে হবে।

সেইসাথে নিত্যপণ্য মজুদ করা অসাধু ব্যবসায়ীদের ধরতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। এসময় মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।