মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
সোমবার (২৯ জুলাই)বিকেল তিনটার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন হবিগঞ্জ রোডস্থ ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে শ্রীমঙ্গল শহরের উওসুর, ভৈরবথলী এলাকা মালবাহী ট্রাকের(ঢাকা মেট্রো-ন-১৪-০৬৬৩) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে রহমত আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহত রহমত আলী শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের কাছুম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল তিনটার দিকে নিহত রহমত আলী মটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে শ্রীমঙ্গল আসছিলেন ৷ উত্তরসুর ভৈরবথলীর সামনে আসার পর রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় ৷
এসময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রহমত আলী কয়েক ফুট দূরে গিয়ে ছিটকে পড়েন৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷
শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার এসআই বিপুল কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে এবং ঘাতক ট্রাকটি হাইওয়ে থানায় আটক আছে। গাড়ির চালক পলাতক রয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন