মৌসুমী হামিদের সঙ্গে কালো ছেলেটি কে?
নাট্য অভিনেত্রী মৌসুমী হামিদ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার অ্যাকাউন্ট থেকে সর্বাঙ্গে কালি আর তেল মাখানো একটি ছেলের সঙ্গে ছবি তুলে পোস্ট করে শিরোনাম দিয়েছেন, ‘মধ্যরতে শুটিং, মধ্যরাতের তষ্কর এর সাথে।’
কিন্তু হঠাৎ করে ছবিটির দিকে তাকালে বুঝে উঠা দায়। আসলে মৌসুমীর পাশে দাঁড়ানো ছেলেটি কে। তবে মৌসুমী হামিদ নিজেই বিষয়টি পরিস্কার করেছেন। তিনি হলেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। আর এমন রূপেই নিলয় আলমগীরকে দেখা মিলবে ‘মধ্যরাতের তস্কর’ নামে ঈদের বিশেষ নাটকে। নাটকের বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে বিভিন্ন বিষয় জানিয়েছেন নিলয় ও মৌসুমী।
ভিন্ন ধাঁচের গল্পটি সাজিয়েছেন ছোট পর্দার অন্যতম নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল তাতে প্রেথা চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। মার্শাল আর্টে ব্ল্যাকবেল্টজয়ী তরুণী প্রেথা। কোনও এক রাতে স্নান শেষ করে নিজের ঘরে পোশাক বদলাবার সময় হঠাৎ আবিষ্কার করেন তার ঘরের দরজার আড়ালে হাত দিয়ে চোখ ঢেকে ঘাপটি মেরে বসে আছেন কেউ একজন। এরপরই ঘটতে থাকবে নানা মজার ঘটনা
অভিনয় প্রসঙ্গে নিলয় বলেন, ‘দারুণ অভিজ্ঞতা হয়েছে কাজটি করে। চোর সাজতে গিয়ে পুরো শরীরের কালি আর তেল মাখতে হয়েছে আমার। নিজেকেই চিনতে পারছিলাম না। গল্পটি একেবারেই নতুন কিছু। যেমন গল্প আমাদের নাটকে খুব বেশি বলা হয় না।’
এদিকে নির্মাতা জানান, তার নির্মাণ প্রতিষ্ঠান রেড অক্টোবরের নিজস্ব সেট এবং ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে গেল তিন দিন (১৮-২০ জুন)। নাটকটি প্রচার হচ্ছে দেশ টিভিতে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন