ম্যাচ পরিত্যক্ত, শীর্ষে উঠল বরিশাল

রচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টস পর্যন্ত হয়নি ম্যাচটির। বৃষ্টি না থামায় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দল ১ পয়েন্ট করে পেয়েছে।

সকালের দিকে রোদের দেখা মিললেও দুপুর গড়াতেই হানা দেয় বৃষ্টি। এ জন্য ম্যাচের টস নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। দুপুর গড়িয়ে বিকেল হলেও বৃষ্টি বন্ধের কোনো সম্ভাবনাই দেখা যায়নি। কখনো গুঁড়িগুঁড়ি, কখনো অঝোরে ঝরতে থাকে বৃষ্টি।

পয়েন্ট ভাগাভাগি করে শীর্ষস্থান দখল করেছে সাকিবের দল বরিশাল। বিপিএলে দারুণ ফর্মে আছেন সাকিবরা। ঢাকায় প্রথম প্রথম পর্বে দুই ম্যাচে হারলেও চট্টগ্রাম পর্ব থেকে জয়ের ধারায় আছে দলটি। ৭ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে আছে তারা। অন্যদিকে ৬ ম্যাচে ১ জয়ে সিলেটের অবস্থান তলানিতে।

বিপিএলে এই প্রথম কোনো ম্যাচ পরিত্যাক্ত হয়েছে। সন্ধ্যার খেলা নিয়েও শঙ্কা রয়েছে। বৃষ্টি থামার পর মাঠ খেলার উপযোগী থাকলে দেখা যাবে কুমিল্লা ও ঢাকার মধ্যকার লড়াই। নাকি সেই ম্যাচেও বৃষ্টিরই জয় হয় সেটা সময়ই বলে দেবে।