‘ম্যাডাম খুবই অসুস্থ, সকালে বমিও করেছেন’, জানালেন মির্জা ফখরুল
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি আজ সকালে ঘুম থেকে উঠে বমিও করেছেন। তার শরীরটা মোটেও ভালো যাচ্ছে না। সরকারের কাছে তার সু-চিকিৎসার দাবি করছি।
মঙ্গলবার নাইকো দুর্নীতি মামলার শুনানি শেষে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিটে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে খালেদাকে হুইল চেয়ারে হাজির করা হয়। শুনানি শেষে বেলা ১টা ১৫ মিনিটের দিকে আবারও কারাগারে নেয়া হয় তাকে। শুনানি শুরু হওয়ার আগে মির্জা ফখরুল কারা আদালতে উপস্থিত হন। দীর্ঘসময় খালেদার সঙ্গে কথা বলেন।
শুনানি শেষে কারাগারের সামনে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম ঠিকভাবে মাথা রাখতে পারছেন না। তিনি খুবই অসুস্থ। তার শরীরটা মোটেও ভালো যাচ্ছে না। সরকারের কাছে তার সুচিকিৎসার দাবি করছি।
এদিন খালেদার পক্ষে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানির শুরুতে মওদুদ আহমদের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ আদালতকে বলেন, অসুস্থজনিত কারণে মওদুদ আদালতে উপস্থিত হতে পারেননি। জার্মানিতে তার পায়ের হাঁটুর অপারেশন হয়েছে।
এরপর দুদকের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদার পক্ষে মামলাটির চার্জ শুনানির জন্য ধার্য রয়েছে।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘আমরা আদালতে দুটি আবেদন করেছি। একটি মামলার মুলতবি চেয়ে অপরটি মামলার প্রয়োজনীয় নথির জন্য। আপনি নির্দেশ দেয়ার পরও আমরা মামলার প্রয়োজনীয় নথি পাইনি।’
এ সময় বিচারক বলেন, চার বছর ধরে মামলাটির অভিযোগ গঠন শুনানি চলছে। আপনারা খালেদার পক্ষে অব্যাহতি চেয়ে কোন আবেদন দেননি।
এরপর বিচারক মওদুদের আবেদন মঞ্জুর করেন। খালেদার আইনজীবীরা নথি চেয়ে যে আবেদন করেছেন তা নামঞ্জুর করেন। খালেদার পক্ষে অভিযোগ গঠন শুনানির জন্য ১ এপ্রিল দিন ধার্য করেন।
বিচারক এজলাস কক্ষ ত্যাগ করার পর খালেদা জিয়া তার আইনজীবীদের বলেন, এত দিন হলো কেন এখনো অব্যাহতির আবেদন দেয়া হয়নি। তখন আইনজীবী জাকির হোসেন বলেন, আবেদন রেডি আছে। আমরা সামনের তারিখে দিয়ে দিবো।
এরপর মির্জা ফখরুল দুদকের আইনজীবী কাজলের কাছে এসে বলেন, ম্যাডাম খুবই অসুস্থ। তার চিকিৎসা প্রয়োজন।
কাজল বলেন, আপনারা চিকিৎসার আবেদন করেন। আদালতকে বলে তা মঞ্জুর করে দিবো।
তখন মির্জা ফখরুল বলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তো তার সঠিক চিকিৎসা হয় না।
কাজল ফখরুলকে বলেন, আগে তাকে ভর্তি করান। তারপর দেখা যাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন