ম্যারাডোনার ইনস্টাগ্রাম ফেসবুকে ‘বাংলাদেশ’
হঠাৎই বাংলাদেশ দলের অনুশীলনে হাজির দিয়েগো ম্যারাডোনা। স্পেশাল অলিম্পিকের জন্য সংযুক্ত আরব আমিরাতে আমন্ত্রিত বাংলাদেশের ফুটবলারদের চোখ কপালে। তাদের সঙ্গে দারুণ কিছু সময় কাটানোর পর সেই মুহূর্ত এবার আর্জেন্টাইন ফুটবল লিজেড ভাগাভাগি করেছেন নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। স্পেশাল অলিম্পিকে অংশ নিতে যাওয়া বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন ম্যারাডোনা সামাজিক যোগাযোগের মাধ্যমে। আগামী বছর স্পেশাল অলিম্পিক
হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। গেমসের আয়োজকদের আমন্ত্রণে বাংলাদেশসহ ৩০টি দেশের খেলোয়াড়রা গেছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। মঙ্গলবার আমিরাতের ফুজাইরায় বাংলাদেশের ফুটবলারদের অনুশীলনে হঠাৎ এসে উপস্থিত হন ম্যারাডোনা।
বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে মিনিটদশেকের মতো সময় কাটান বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। সেই মুহূর্তের স্থিরচিত্র এবার ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সঙ্গে নিজের অনুভূতিও ভাগাভাগি করেছেন লিখে, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার বন্ধুরা, যারা ২০১৯ সালে আবুধাবির স্পেশাল অলিম্পিকে অংশ নিতে যাচ্ছে। বধির এই খেলোয়াড়দের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে আল-ফুজাইরা ক্লাবে আমাদের সঙ্গে অনুশীলনের জন্য।’
পোস্টের পরের অংশে ম্যারাডোনা লিখেছেন, ‘খেলাধুলা কিছুটা বিস্ময়কর। ক্রীড়া আমাদের কাছে আনে, একতাবদ্ধ করে। সবার জন্য ভালোবাসা, বিশেষ করে তাদেরকে, যারা নিজেদের সীমাবদ্ধতা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে প্রতিদিন। হাল ছেড়ে দিও না!’ ওয়েবসাইট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন