ম্যারাডোনা-মেসিদের দেশে যাচ্ছে বাংলাদেশ যুব অলিম্পিক দল
তৃতীয় সামার ইয়ুথ অলিম্পিকে অংশ নিতে বাংলাদেশ দল মঙ্গলবার আর্জেন্টিনা যাচ্ছে। ম্যারাডোনার দেশের রাজধানী বুয়েন্স আয়ার্সে ৬ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বিশ্ব যুবাদের সবচেয়ে বড় এই গেমস।
যুব দলের অলিম্পিকে অংশ নিতে আর্জেন্টিনা যাওয়া উপলক্ষে শনিবার বিওএ ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপ মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর।
বিওএ মহাসচিব জানান, শ্যুটার অর্ণব শাহরার এবং হকি দলগত কোয়ালিফাই করে গেমসে অংশগ্রহণ করছে। শ্যূটিংয়ে আরেকজন এবং আরচারির দুইজন অংশ নেবেন ওয়াইল্ড কার্ডের মাধ্যমে।
গত বছর ডিসেম্বরে জাপানের ওয়াকো শহরে অনুষ্ঠিত এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের ইয়ুথ গ্রুপে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতে অর্ণব যোগ্যতা অর্জন করেছিলেন যুব অলিম্পিক গেমসে খেলার। এ বছর এপ্রিলে যুব হকি দল থাইল্যান্ডে অনুষ্ঠিত অলিম্পিক গেমসের বাছাই পর্বে তৃতীয় হয়ে পেয়েছিল আর্জেন্টিনার টিকিট।
শনিবার বিওএ ভবনে শ্যুটার অর্ণব শারার বলেন, ‘আমি ফাইনালে খেলতে চাই। বছরখানেক ধরে আমি অনুশীলন করছি। এখন আমরা অনুশীলনে যে স্কোর হচ্ছে তা ধরে রাখতে পারলে ফাইনালে খেলা সম্ভব।’
যুব অলিম্পিক গেমসে বাংলাদেশ কন্টিনজেন্ট
সেফ দ্য মিশন : কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।
প্রশাসনিক কর্মকর্তা : ফখরুদ্দিন হায়দার।
আরচারি : মার্টিন ফ্রেডরিক (কোচ), মো. ইব্রাহিম শেখ রেজোয়ান ও রাদিয়া আক্তার শাপলা।
শ্যুটিং : ক্লাবসজন ক্রিসটেন (কোচ), অর্ণব শারার ও আমিরা হমিদ।
হকি : জাহিদ হোসেন রাজু (কোচ), মশিউর রহমান বিপ্লব সহকারী (কোচ), সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, শফিউল আলম, সারোয়ার মোর্শেদ শাওন, মোহাম্মদ মহসিন, আবেদ উদ্দিন, প্রিন্স লাল সমুদ্র, বিপ্লব কুজুর, আরশাদ হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন