ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও সড়ক অবরোধ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মহিলা ইউপি সদস্যকে চুলের মুটি ধরে জুতা পেটা করে শ্লীলতাহানি করার অভিযোগে বিচারের দাবিতে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
সোমবার (৬ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন শেষে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে। এতে জনদূর্ভোগ সৃষ্টি হলে ইউএনও’র হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।
জানাযায়, উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম ওই ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য রোকসানা খাতুন কে গত বৃহস্পতিবার রাতে ইউপি কার্যালয়ে অকথ্য ভাষায় গালাগাল করে চুলের মুটি ধরে জুতা পেটা ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠে।
রাতেই মহিলা ইউপি সদস্য বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনার তিন দিন পর চেয়ারম্যানসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামী করে থানায় মামলা রেকর্ড করে।
উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের প্রত্যহার ও বিচারের দাবিতে সোমবারের মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সদস্য শরিফুজ্জামান আকন্দ রানা, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সাইদুল গনি ভূইয়া রোমন, উচাখিলা ইউনিয়ন যুবলীগ যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম প্রমুখ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আদালত ব্যবস্থা নিবেন। মামলার বিষয়টি জেলা প্রশাসককে অবগত করে প্রতিবেদন দেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন