ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় কাভার্ড ভ্যান চালক নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪ টার সময় ঈশ্বরগঞ্জ উপজেলার কানারামপুর নামকস্থানে বাসের সাথে কাভার্ড ভ্যানে মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (২২) ঘটনাস্থলেই নিহত হন।
জানাগেছে, রাসেল মিয়া পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার পৌরশহরের ৪ নং ওয়ার্ড পশ্চিম দাপুনিয়ার এলাকার বাসিন্দা।
তিনি গতকাল রাতে বাড়ি থেকে নারায়নগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে এবং ঐ সময় সাথে সাথেই ঘাতক বাসটিকে আটক করেছেন স্থানীয় লোকজন। তবে বাসের চালক পালিয়ে গেছে।
রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ জন্য ঈশ্বরগঞ্জ থানায় রাখা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন