ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩ ঔষধ দোকান মালিককে ২৬হাজার টাকা জরিমানা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনিবন্ধিত ওষুধ সংরক্ষণ ও কোম্পানির নমুনা ওষুধ বিক্রির অভিযোগে ৩ (তিন) দোকানের মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় মাইজবাগ বাজার এলাকায় ওষুধ নিয়ন্ত্রণ আইন ১৯৪০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় তরুণ মেডিকেল হলের মালিক তরুণ চন্দ্র দত্তকে ৮ হাজার,সুমন মেডিকেল হলের মালিক সুমন দাসকে ৮ হাজার, মেসার্স অনুপর্ণা মেডিকেল হলের মালিক অরুণ চন্দ্র দত্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন ড্রাগ ইন্সপেকটর ও তার টিম, ঔষধ তত্ত্বাবধায়ক এর কার্যালয়, ময়মনসিংহ এবং ঈশ্বরগঞ্জ থানার পুলিশ সদস্যরা
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন আরও বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন