ময়মনসিংহের গফরগাঁওয়ে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ময়মনসিংহের গফরগাঁও ধানক্ষেত থেকে হাফিজ উদ্দিন খাঁন (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রাম থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃদ্ধ হাফিজ উদ্দিন প্রতিদিনের মতো বুধবার বিকেলে সাধুয়া গ্রামে সাদ্দাতা বিলে গরুর জন্য ঘাস কাটতে যান। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও হাফিজ উদ্দিন বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে বের হন। এদিকে, সন্ধ্যার পর ওই বিলে ধানক্ষেতের আইলে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন