ময়মনসিংহের গৌরীপুরের বিমল রবিদাস আর নেই
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১১জুন) রাত আনুমানিক সাড়ে ৩টার সময় স্বর্গীয় কালু রবিদাসের একমাত্র পুত্র ৭নং রামগোপালপুর ইউনিয়ন নিবাসী বিমল রবিদাস গুচ্ছগ্রাম সংলগ্ন তার নিজ বাড়িতে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) জনিত কারনে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসার পর শরীরের উন্নতি না হলে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।
সে দুই ছেলে, মা,ছোটবোন, দুই স্ত্রী-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
উল্লেখ্য, বিমল রবিদাস বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি ছিল। বিমল রবিদাসের অকাল মৃত্যুতে ময়মনসিংহ জেলা রবিদাস উন্নয়ন পরিষদ, গৌরীপুর রবিদাস উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ রবিদাস ফোরাম গৌরীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন