ময়মনসিংহের গৌরীপুরে আমণ ধান চাউল সংগ্রহ উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/IMG-20221215-WA0086.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গোরীপুর উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার গৌরীপুর খাদ্যগুদাম প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ ধান চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
আরোও, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, গৌরীপুর থানার সদ্য যোগদানকারী ওসি মোঃ মাহমুদুল হাসান, উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, আওয়ামী লীগ নেতা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল ইসলাম,ওসি এল এস ডি ( গৌরীপুর ) মোঃ বাবুল মিয়া, ওসি এলএসডি (শ্যামগঞ্জ) সিদ্ধার্থ শংকর তালুকদার প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন