ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল কোর্ট কর্তৃক ৩ জনকে জেল-জরিমানা
ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল কোর্ট কর্তৃক ৩ জনকে জেল-জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ ফারুক মিয়া, (২৫) পিং-মোঃ রমজান আলী, সাং- হাসনপুর, মোঃ নুরুল ইসলাম, (২২) পিং- হাফেজ আঃ মজিদ, সাং- তেলিহাটি, মোছাঃ আমিরন বেগম (৫০) স্বামীঃ মোঃ আব্দুল হেলিম খাঁ, সাং- তেলিহাটি গৌরীপুর, ময়মনসিংহ ০৩ (তিন) জন আসামী গাঁজা সেবনকালে হাতে নাতে ধরা পড়ে।
আসামী ০৩ জনকে গাঁজা সেবন ও সংরক্ষণ করার অপরাধে ১নং আসামীকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড, ২ নং কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা এবং ৩ নং কে চারমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা অর্থদন্ড করা হয়েছে।
ধৃত আসামীদের নিকট থেকে উদ্ধারকৃত গাঁজা ২৫০ গ্রাম, ৫০ গ্রাম ও ৫০০ গ্রাম গাঁজাসহ সরাঞ্জমাদী পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। সার্বিক সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ খ, সার্কেলের সঙ্গীয় টিম চন্দন গোপাল সুর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন