ময়মনসিংহের গৌরীপুরে হযরত শিকদার স্মরণে পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/IMG-20230213-WA0013-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১২ ফেব্রুয়ারী ) রাত ৯ টায় প্রতিবারের ন্যায় ( লা- ইলাহা ইল্লাল্লাহু ) জপকারী হযরত শিকদার স্মরনে ১২ তম পবিত্র ওরশ শরীফ
কালীপুর মধ্যম তরফ,আব্দুল হামিদ সড়ক (কলাবাগান) মাজার শরীফ সংলগ্ন অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র দূরুদ শরীফ পাঠের পরই আওয়ামী লীগ নেতা সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ ডাঃ মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহাকে বক্ত্যের পূর্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয়, ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, বোকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল, মাওহা ইউনিয়নের চেয়ারম্যান আল ফারুক, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী এবং উক্ত মাজার শরীফের খেদমতে নিয়োজিত প্রমুখ রয়েছেন কাউন্সিলর সাদেকুর রহমান ।
দ্বিতীয় পর্বে, ইসলামিক ও ভক্তিমুলক সংগীত পরিবেশন করেন বিভিন্ন অঞ্চলের খ্যাতিমান গায়ক ও বাউল শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি গভীর রাত্রে শেষ হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন