ময়মনসিংহের গৌরীপুরে হিমানী রাণী পালের পরলোকগমন

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার সময় পৌর শহরের কালীপুর বাজারস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনীত কারনে হিমানী রাণী পাল পরলোকগমন করেন। তিনি স্বর্গীয় দ্বিজেন্দ্র চন্দ্র পালের সহধর্মিণী ছিলেন।

পারিবারিক সুত্রে জানাযায়, হিমানী রাণী পাল জীবতবস্থায় একজন পরম বৈষ্ণব ও রাধাকৃষ্ণের অনুসারী ছিলেন। পরলোকগমন কালে তিনি ২ পুত্র, ৬ কন্যা, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পরলোগমনের সংবাদে অত্র উপজেলার সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ শেষ বিদায় জানাতে শহরের কালীপুর বাজারস্থ নিজ বাসভবনে ছুটে আসেন।

বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় গৌরীপুর পৌরশ্মশানে তাঁর অন্তেষ্টিক্রিয়া সুসম্পন্ন হয়েছে।