ময়মনসিংহের গৌরীপুরে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-১
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG-20230129-WA0038-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বকুল মিয়া (৪০) নামে স্থানীয় এক মাদক ব্যবসায়ীকে ৪ কেজি ১শ গ্রাম গাঁজাসহ হাতনাতে গ্রেপ্তার করেছে। শনিবার (২৮ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার কলতাপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বকুল মিয়া উপজেলার হাসনপুর উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান জানান- এ ঘটনায় মামলা দায়েরর পর গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন