ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরে ৫৫ কোটি ৯০ লাখ ০৯ হাজার ৭৫৪.৬২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২১ লাখ ৯২ হাজার ২৫০ টাকা এবং উদ্বৃত্তের পরিমাণ ৬৮ লাখ ১৭ হাজার ৫০৪.৬২ টাকা। মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন- করোনা পরবর্তী সময়ে আমরা একটি কঠিন সময় পার করছি, আশা করছি শীঘ্রই এ ক্রান্তিকাল শেষ হবে।
সংবাদ সম্মেলনে তিনি পৌর শহরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন। নিয়মিত কর পরিশোধ করে পৌরসভাকে এগিয়ে নিতে নাগরিকদের সহযোগিতা কামনা করেন মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন- গৌরীপুর পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মীর মোশাররফ হোসেন, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, প্যানেল মেয়র-১ মোঃ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার দিলু, প্যানেল মেয়র-৩ রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, আব্দুর রউফ মোস্তাকিম, আরিফুল ইসলাম ভুইয়্যা এনাম, দেলোয়ার হোসেন বাচ্চু, মোঃ নূরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, মোঃ এমরান মুন্সী, কাউন্সিলর সালেহা আক্তার প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন