ময়মনসিংহের তারাকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/IMG-20221219-WA0025.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজার রহমান এর সাথে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যয়ের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত’র সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, তারাকান্দা উপজেলা ভূমি অফিসের সার্বিয়ার ও সরকারি কর্মকর্তাদের থাকার সমস্যার কথা তুলে ধরেন জেলা প্রশাসক কাছে।
এ সময় আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের প্রমুখ। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন