ময়মনসিংহের তারাকান্দায় স্কুলের সেপ্টিট্যাংক থেকে মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/07/20210523213638_96a3be3cf272e017046d1b2674a52bd3_8917303.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে সামাদ মিয়া (১৫) নামে নিখোঁজ এক অটোরিকশাচালককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠায় পুলিশ। সামাদ উপজেলার বালিখাঁ ইউনিয়নের দাদরা গ্রামের শাহজাহানের ছেলে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে জানান, কিশোর অটোরিকশা চালককে গলায় কারেন্ট জাল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। তবে, এর সঙ্গে কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।
এর আগে, গত সোমবার অটোরিকশা নিয়ে বের হয় সামাদ। রাতে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন ও এলাকাবাসী সামাদকে খুঁজতে শুরু করে। কোথাও না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরে মঙ্গলবার সামাদকে খোঁজাখুঁজির এক পর্যায়ে সামাদের অটোরিকশটি ওই বিদ্যালয়ের পাশে এবং বিদ্যালয়টির সেপটিক ট্যাংকের একটি অংশ ভাঙা দেখতে পান স্থানীয়রা। এ সময় ঢাকনা সরালে সামাদের মরদেহের সন্ধান মেলে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন