ময়মনসিংহের মুক্তাগাছায় গ্রামীণফোনের টাওয়ারে চুরির সময় পুলিশের হাতে আটক-৩
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/IMG-20221230-WA0000.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের মুক্তাগাছায় গ্রামীণফোনের টাওয়ারের তালা কেটে ভেতরে ঢুকে চুরি করার সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
বুধবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার বটগাছিয়া গ্রামের বটগাছিয়া বাজার এলাকায় গ্রামীণ ফোনের টাওয়ারে এ ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন গোপালগঞ্জ জেলার মো. শাহজাহান মিয়ার ছেলে মো. মামুন সর্দার (৩৫), মাদারীপুর জেলার মৃত রহমান সিকদারের ছেলে মো. জুয়েল (৪০), মুন্সিগঞ্জ জেলার মৃত হাসিম মৃধার ছেলে মো. আলী হোসেন (৩৫)।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বটগাছিয়া গ্রামের বটগাছিয়া বাজার থেকে আনুমানিক ১০০ গজ উত্তরে গ্রামীণফোনের নন-গার্ডেড টাওয়ারের গেটের তালা কেটে ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা। ভেতরে ঢুকে টাওয়ারের ব্যাটারিসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করছিল। এ সময় টাওয়ারে লাগানো ক্যামেরার মাধ্যমে গ্রামীণফোনের কর্মকর্তারা দেখে স্থানীয় মো. সাগর মিয়াকে ফোন করে বিষয়টি জানায়। পরে সাগর মিয়া স্থানীয় লোকজন নিয়ে তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ সময় টাওয়ারে ব্যবহৃত কালো রঙের ব্যাটারি, গ্রিল কাটার ড্রিল, লোহা কাটার কার্টারসহ চুরির কাজে ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্র জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে আটক তিনজনের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলার পর আদালতে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন