ময়মনসিংহের মুক্ত দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

ময়মনসিংহ মুক্ত দিবস ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ময়মনসিংহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সেচ্ছাসেবী সংগঠন বন্ধনের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা ছানোয়ার হোসেন, উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম।
এসময় সংগঠনের উপদেষ্টা কাজী আজাদ জাহান শামীম, আ্যডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, শহিদুর রহমান, খন্দকার ফারুক আহমেদ, নূরজাহান পরভীন, ইশরাত জাহান দীপা, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, রবিউল ইসলাম, নাসির উদ্দিনসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষাসহ অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















