ময়মনসিংহে আনসারদের অস্ত্রসহ প্রশিক্ষণ শুরু
বাংলাদেশ আনসার ও ভিডিপি ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার (২৮ নভেম্বর) শহরের জেল রোডস্থ আনসার প্রশিক্ষন সেন্টারে অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
২১ দিনব্যাপী এ প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার ডঃ মোঃ সাইফুর রহমান। ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট ডঃ মুস্তারী জাহান ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ সোহাগ পারভেজ, সার্কেল এ্যাডজুন্ট্যান্ট ওসমান গনি ,ময়মনসিংহ সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রায়হান মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা(ইশ^রগঞ্জ) সুশান্ত মোদক। ১ম ধাপে বারোটি উপজেলা থেকে মোট ১৪০জন আনসার ভিডিপি (পুরুষ) এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।
ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ সাইফুর রহমান বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী গুরুত্বপূর্ণস্থানগুলোতে সুনামের সাথে দায়িত্ব পালন করছে। দিনদিন এ বাহিনীর কদর আনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। উন্নত ও দায়িত্বের সাথে প্রশিক্ষণ গ্রহন করলেই কেবল এর সুনাম অক্ষুন্ন রাখা সম্ভব। এ জন্যে আজকের প্রশিক্ষনে মনোযোগ দিয়ে সফল হতে হবে। যাঁরা প্রশিক্ষণ দিবে তাঁরা খুবই দক্ষ প্রশিক্ষক।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের প্রধান মন্ত্রীর দায়িত্বভার গ্রহনের পর থেকে এ বাহিনীকে দিনের দিন অগ্রগামী করতে সার্বিক সহযোগিতা প্রদান করছেন।
এ বাহিনীর প্রতিটি সদস্য ও পরিবারকে নানাবিধ প্রশিক্ষন দিয়ে দক্ষ কারিগর তৈরীর মধ্যে দিয়ে তাদের স্বাবলম্বি করছে। মহিলাদের সেলাই, যুবদের মোবাইল ফোন মেরামত, কম্পিউটার প্রশিক্ষণ, মুক্তাচাষ ও মুক্তা আহরন প্রশিক্ষণ চালু করেছেন। এ সকল প্রশিক্ষনের সুফল মানুষের দ্বারপান্থে পৌছে দেয়া হচ্ছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশে সেবা দিয়ে নিজেদেও উৎসর্গ করছে। ভাষা সৈনিক শহীদ আব্দুল জব্বার আনসার সদস্য ছিলেন।
তিনি মাতৃভাষার জন্য নিজের জীবন দিয়ে দেশ প্রেমকে জাগ্রত রেখে গেছেন। তার কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন