ময়মনসিংহে এডিস মশা নিয়ন্ত্রণে মসিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
ময়মনসিংহের আমলাপাড়া এলাকার নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ঠা জুলাই) বেলা ১ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান।
অভিযানকালে উপস্থিত প্রধান মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ বলেন, এডিস মশার সংক্রমণ রোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা গেলে তা জরিমানার আওতায় আনা হচ্ছে।
এ বিষয়ে তিনি আরও বলেন, সকলের সহযোগিতায় এবং সিটি কর্পোরেশন এর কার্যক্রমে আমরা এখনও আমরা এখনও ডেঙ্গুমুক্ত আছি। তবে ডেঙ্গু থেকে রক্ষা পেতে ব্যক্তিগত সচেতনতার গুরুত্ব অপরিসীম।
অভিযান পরিচালনাকালে জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বাজার কর্মকর্তা জালাল আহমেদ চৌধুরী, এপিএ সুপারভাইজার মোঃ মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন