ময়মনসিংহে ক্ষুদ্র উদ্যোক্তাদের এসএমই বিষয়ক প্রশিক্ষণ প্রদান
ময়মনসিংহে শেষ হল ডিসেন্ট ওয়ার্ক, লেবার রাইটস, হেলথ এন্ড সেফটি ফর এসএমই এন্ড এসএমসি পোস্ট কোভিড শীর্ষক তিন দিনব্যাপী বিনামূল্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং ন্যাশনাল এসোসিয়েশন অফ স্মল কটেজ ইন্সটিটিউট অফ বাংলাদেশ নাসিব যৌথভবে এটি আয়োজন করে।
ময়মনসিংহে অলকানদী বাংলা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত এ কর্মশালাটিতে ২০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
কর্মশালার সমাপনী শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেয়া হয়।
অন্যদিকে ঢাকার ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে শুরু হয়েছে চার ৬ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন- প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ’ শীর্ষক এক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা।
বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি এ কর্মশালার উদ্বোধন করেন।
২০ জন বিসিক কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
প্রিজম প্রজেক্টের কমিউনিকেশন এক্সপার্ট সেঁজুতি রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন