ময়মনসিংহে ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে ঢাকঢোল বাজিয়ে সারি সারি নৌকায় করে আসছেন কর্মীরা
ময়মনসিংহে প্রায় ছয় বছর পর জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। বহু কাঙ্ক্ষিত এ সম্মেলনকে ঘিরে চাঙ্গা এখন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।
এদিকে ময়মনসিংহ জেলার চরাঞ্চল খ্যাত বোররচর, পরানগঞ্জ সহ আশপাশের কয়েকটি ইউনিয়নের নেতাকর্মীরা নৌকার বহর নিয়ে সম্মেলন স্থলে আসছে উৎসবের আমেজ নিয়ে।
নগরীর বহ্মপুত্র নদের তীরে সার্কিট হাউজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত
পরানগঞ্জ ইউনয়নের আওয়ামীলীগ কর্মী রেজাউল করিম বাদল জানান, তাদের এলাকা থেকে সম্মেলনে সড়ক পথে আসতে অনেক সময় লাগে। নৌকায় করে সহজে যাওয়া যায়, তাই প্রায় শতাধিক নৌকা নিয়ে নেতা কমীরা সম্মেলনে এসেছি।
কোনাবাড়ী চরের আমিনুল হক জানান, আমাদের গ্রাম থেকে গাড়ীতে করে অনেক নেতাকর্মী সমাবেশ যোগ দিয়েছে।
আমরা দশটি নৌকায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি হাতে নিয়ে ঢাক ঢোল বাজিয়ে সম্মেলনে যোগ দিয়েছে। আমরা খুবই আনন্দিত সম্মেলনে যোগ দিতে পেরে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন