ময়মনসিংহে ব্রিফকেসে নারীর মরদেহ
ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসের ভেতরে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। এদিকে পরিচয় শনাক্ত ও এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে ময়মনসিংহের গৌরিপুরে ব্রিফকেসে ভরা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী জানান, সকাল ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম এলাকার জোড়া কালভার্টের নিচে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক হলে থানায় খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্রিফকেস খুলে তার মধ্য থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।
কালভার্টের নিচে পানির মধ্যে যেন ব্রিফকেসটি যেন ডুবে থাকে এ জন্য ভেতরে ৫টি ইট রাখা ছিল। ওই নারীর পরিচয় এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের পাশাপাশি কাজ করছে সিআইডিও। শ্বাসরোধ করে হত্যার পর ব্রিফকেসে ভরে ফেলে দেয়া হয় বলে ধারণা পুলিশের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন