ময়মনসিংহে বড় ধরনের ট্রেন দুর্ঘটনার হাত থেকে বাঁচালেন শিক্ষা কর্মকর্তা
ময়মনসিংহে বড় ধরণের ট্রেন দুর্ঘটনার হাত চলন্ত যানবাহনকে রক্ষা করলেন শিক্ষা কর্মকর্তা।
শুক্রবার (২ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটের সময় ময়মনসিংহ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঞা বাড়ি যাওয়ার পথে শম্ভুগঞ্জ রেলক্রসিং পার হওয়ার সময় তিনি লক্ষ্য করলেন ময়মনসিংহগামী একটি ট্রেন ক্রসিং এর কাছাকাছি চলে আসছে।
এ সময় তিনি কোন রকম সিগনাল দেখতে না পেয়ে তিনি নিজে যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকার থামান। এসময়ে তিনি না থাকলে এবং উদ্যোগ গ্রহণ না করলে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারতো।
ময়মনসিংহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সামাজিক, সাহসিক বিভিন্ন কর্মকান্ডের জন্য তিনি ২০২১ সালে বাংলাদেশ স্কাউটস থেকে উডব্যাজ পেয়েছেন।
এ বছর তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। এই কাজটিকে তিনি সামাজিক দায়িত্ব মনে করেই করেছেন বলে জানান। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্থানীয়ভাবে তাকে প্রশংসায় ভাসাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন