ময়মনসিংহ জেলার সেরা ইউএনও নির্বাচিত হয়েছেন হাসান মারুফ
ময়মনসিংহ জেলার সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন হাসান মারুফ। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অবদান ও শিক্ষার গুণগত মানোন্নয়নে ভুমিকা রাখার জন্য এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে এই শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে। আগামী ১০ অক্টোবর বিভাগীয় পর্যায়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এর পূর্বে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ময়মনসিংহ জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক জেলার সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে হাসান মারুফের নাম ঘোষণা করেন।
হাসান মারুফের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতোকোত্তর পাস করেন। প্রশাসন ক্যাডারে যোগদান করেন ৩৩ তম বিসিএসে। ২০২০ সালের আগস্টে গৌরীপুর উপজেলায় ইউএনও পদে যোগদান করেন এই কর্মকর্তা। বাবা বীরমুক্তিযোদ্ধা জামাল হোসেন ও মা মনোয়ার বেগম। তিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন