ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/IMG-20230227-WA0044-864x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহে মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
সোমবার (২৭ ফেব্রুয়ারী ) সকালে নগরীর টাউন হলস্থ ভাষা সৈনিক শামসুল হক মঞ্চে মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. রাশেদা তাহমিনা প্রীতি এর পরিচালনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে, কেক কেটে এবং বর্ণাঢ্য আনন্দ র্যালির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি আতিকুন নাহার, শাহীনুর আক্তার মিলি, নাজমা আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাম্মি আক্তার মিতু, মর্জিনা আহমেদ স্বপ্না সরকার, সাংগঠনিক সম্পাদক জাহানারা জাফ্রিন, কাউন্সিলর সেলিনা আক্তার ফারজানা ববি, কাকলী, দিলরুবা আক্তার, রানী আক্তার প্রমুখ
এছাড়াও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন